এখন থেকে ডিস লাইন ছাড়া চলবে সব টিভি চ্যানেল। হ্যা আপনি ঠিকি শুনতেছেন। কোনো রকমের ডিস সংযোগ ছাড়াই আপনি দেখতে পারবেন সব দেশী চ্যানেল। তবে সবাই যে ডিস লাইন ছাড়াই চালাতে পারবেন ব্যাপারটা কিন্তু তেমন টাও না। তাহলে কথা হচ্ছে ব্যাপারটা কেমন? মনে সাহস আর একবুক ভালোবাসা নিয়ে পড়তে থাকুন। সব কিছুই জানতে পারবেন।
কোন কোন ডিভাইসে ডিসলাইনছাড়াসবটিভিচ্যানেল দেখতে পারবেন?
সাধারণ এলইডি বা এলসিডি টিভি ,শুধু মনিটর, স্মার্ট বা অ্যান্ড্রোয়েট টিভি, কম্পিউটার , ল্যাপটপ এমনকি আপনার আপনার মোবাইল ফোনেও দেখতে পারবেন সব টিভি চ্যালেন গুলো। অনেকে আবার আমারে বলতে পারেন , ভাই সব টিভির কথাই তো বললেন। কিন্তু আমরা যারা আগের বড় বড় হাতির মতো শরীর ওয়ালা টিভি ব্যবহার করি , তারা কি দেখতে পাররো না। উত্তর হলো ভাই আপনারাও পারবেন, তবে কিছুদিন চালানোর পর আমাকে বকা দিবেন। তাই আপনাদের বিষয়ে কিছুই বলবো না আমি।
একটা কথা আমি আগেই বলে নেই। ডিস ছাড়া টিভি চ্যানেল দেখতে হবে আপনার অবশ্যই ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন লাগবে । দেশে ডেটা প্যাকের যে দাম , ফলে ওয়াইফাই বেস্ট অপশন। এখন প্রায় বাসাতেই ওয়াইফাই থাকে । যদি বাসায় ওয়াইফাই তাহলে তো ভালো ।আর যদি না থাকে তো ,নিতে পারেন। আর যদি আপনার মনে হয় ওয়াইফাই নেওয়াটা জামেলা । তাহলে ভাই আপনার জন্য ডিস টাই বেস্ট অপশন। এগুলা ঝামেলার মধ্যে আপনার আসার দরকার নাই।
কীভাবে ডিভাইসে দেখতে পারবেন টিভি চ্যানেল গুলো-
টিভি, মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে দেখার পদ্ধতি ভিন্ন। নিচে পর্যায় ক্রমে আলোচনা করা হল।
অ্যান্ড্রোয়েট টিভি ও অ্যন্ড্রোয়েট মোবাইলে যেভাবে দেখতে পারবেন টিভি চ্যানেল।
- আপনার অ্যান্ড্রোয়েট টিভি বা মোবাইল থেকে আপনি সবার প্রথমে প্লে-স্টোরে যাবেন।
- তারপর প্লে-স্টোরে Toffee লিখে সার্চ করবেন । তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। অথবা এই লিংকে ক্লিক করেন অ্যাপটি পেয়ে যাবেন।
- এখন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করেন।
- ওপেন করলে টিভি চ্যালেন এর লিস্ট গুলো দেখতে পারবেন। আপনার ইচ্ছা মতো চ্যালেন এখন দেখতে থাকুন।
- আর হ্যা আপনি আগে টিভির রিমোট দিয়ে যেভাবে চ্যালেন পরিবর্তন করতেন , এখনও সেই ভাবেই পরিবর্তন করতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপে যেভাবে দেখতে পারবেন টিভি চ্যানেল।
- আপনাকে সবার প্রথমে একটা ইমুলেটর ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমাদের এই পোস্টটি পড়ে আসতে পারেন।
- ইমুলেটর ডাউনলোড করার পর প্লে-স্টোরে যাবেন।
- তারপর একটা ইমেল দিয়ে প্লে-স্টোরে লগিন করে নেবেন।
- তারপর প্লে-স্টোরে Toffee লিখে সার্চ করবেন । তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। অথবা এই লিংকে ক্লিক করেন অ্যাপটি পেয়ে যাবেন।
- তারপর ডাউনলোড করে ওপেন করবেন।
- ওপেন করলে টিভি চ্যালেন এর লিস্ট গুলো দেখতে পারবেন। আপনার ইচ্ছা মতো চ্যালেন এখন দেখতে থাকুন।
সাধারণ এলইডি টিভি, এলসিডি টিভি, এমনকি শুধু মনিটরে যেভাবে দেখতে পারবেন টিভি চ্যানেল।
- সাধারণ এলইডি টিভি, এলসিডি টিভি, এমনকি শুধু মনিটরে ডিস ছাড়া টিভি চ্যালেন দেখতে হলে আপনাকে একটি অ্যান্ড্রোয়েট টিভি বক্স কিনতে হবে।
- অ্যান্ড্রোয়েট টিভি বক্স কিনে আপনার টিভিতে লাগালে আপনার সাধারণ এলইডি টিভি, এলসিডি টিভি, এমনকি শুধু মনিটর স্মার্ট অ্যান্ড্রোয়েট টিভিতে রূপান্তর হয়ে যাবে।
- আপনার সাধারণ এলইডি টিভি, এলসিডি টিভি, এমনকি শুধু মনিটর স্মার্ট অ্যান্ড্রোয়েট টিভিতে রূপান্তর হয়ে গেলে । আপনি প্লে-স্টোরে যাবনে এবং একটা ইমেল দিয়ে লগিন করবেন।
- তারপর প্লে-স্টোরে Toffee লিখে সার্চ করবেন । তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। অথবা এই লিংকে ক্লিক করেন অ্যাপটি পেয়ে যাবেন।
- এখন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করেন।
- ওপেন করলে টিভি চ্যালেন এর লিস্ট গুলো দেখতে পারবেন। আপনার ইচ্ছা মতো চ্যালেন এখন দেখতে থাকুন।
- আপনার অ্যান্ড্রোয়েট টিভি বক্স এর সাথে যে রিমোট দেবে সেই রিমোট দিয়ে চ্যালেন্ পরিবর্তন সহ সকল কাজ করতে পারবেন। আপনি চাইলে সাথে কিবোর্ড ও মাউস দিয়ে কাজ করতে পারবেন।
বাজারে ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে আপনি অ্যান্ড্রোয়েট টিভি বক্স কিনতে পারবেন। কম্পানি ও কনফিগারেশ্অন ভেদে দাম কম বেশি হয়ে থাকে। আপনি আপনার বাজেটের মধ্যে যে কোন একটি ভালো মানের নিতে পারেন। অ্যান্ড্রোয়েট টিভি বক্স কিনলে আপনি সাধারণ এলইডি টিভি, এলসিডি টিভি, এমনকি শুধু মনিটরে আপনি ইউটিউব থেকে শুরু করে সব অ্যাপই জানাতে পারবেন।
কম দামে ভালো মানের অ্যান্ড্রোয়েট টিভি বক্স নিয়ে যদি আপনারা কোনো পোস্ট চান তো, কমেন্ট করে জানাতে পারেন। আমি দেওয়ার চেস্টা করবো।
আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন ,সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।