মোবাইল দিয়ে HTML শিখুন খুব সহজে

মোবাইল দিয়ে HTML শিখুন খুব সহজে। learn html by mobile easily

এখন থেকে মোবাইল দিয়ে HTML শিখুন খুব সহজে। আপনি যদি ওয়েব ডেভলপার হতে চান তাহলে তো আপনাকে html শিখা লাগবেই। কিন্তু আপনি ওয়েব ডেভলপার হতে না চাইলেও html শিখা লাগবে এবং তা প্রাকটিক করতে হবে । কারণ বাংলাদেশের লেখাপড়ার সিলেবাসে একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি বইয়ে html অন্তরভূক্ত । তাই এইচ.এস.এসি পাস করতে আপনাকে html শিখতেই হবে।

কেন মোবাইল দিয়ে HTML শিখবেন?

বাংলাদেশ থেকে এইচ.এস.সি পাস করতে হলে তো আপনার html শিখতেই হবে। কিন্তু বাংলাদেশের বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত ,নিম্ন মধ্যবিত্ত ,দরিদ্র । তাই সবার তো আর কম্পিউটার ল্যাপটপ নেই। যাদের আছে তাদের কথা ভিন্ন। কিন্তু যাদের নেই আমি এই পোস্টটি তাদের উদ্দেশ্যেই করছি। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই , তারা তো আর এই টুকুর জন্য অনেক টাকা করচ করে এগুলা কিনতে যাবেন না। আপনারা যেন আপনাদের ফোন দিয়েই শিখতে পারেন তাই আমার আজকের এই আলোচনা।

মোবাইলে কীভাবে শিখবেন?

প্রথমে আপনি প্লে-স্টোরে গিয়ে anWriter html লিখে সার্চ দিবেন , তাহলে আপনি ফাস্টে অ্যাপটি দেখতে পারবেন।তখন অ্যাপটি ইনস্টল করবেন। অথবা আপনি এই লিংক থেকে ক্লিক করে প্লে-স্টোর থেকে ইনস্টল করে নেন।

ভিডিওটি দেখে নিন বিস্তারিত শিখতে।

ট্রিকবাংলাদেশ ডটকমের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *