আজকে আমি শেখাবো কীভাবে কম্পিউটারে অ্যান্ড্রয়েড এপস চালাবেন । আপনারা অনেকে আছেন যারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের গেম সহ সকল এপস বা সফটওয়্যার গুলো চালাতে চান বা বিশেষ কোনো কারণে চালানোর প্রয়োজন পরে।
কিন্তু এই বিষয়টি না জানার কারণে আপনারা অ্যান্ড্রয়েড এপস কম্পিউটার বা ল্যাপটপে রান করতে পারেন না। একটা সময় ছিলো যখন আমি এই বিষয়টা জানতাম না । তখন আমি ভাবতাম ইস যদি আমার ফোনের এপস গুলা পিসিতে চালাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।
কিন্তু কোনো ভালো অ্যামুলেটর সফটওয়্যার না পাওয়ার কারণে আমি ফোনের এপস পিসিতে রান করতে পারি নাই। আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে অ্যামুলেটরটা আবার কি?
অ্যামুলেটর কি?
খাটি বাংলায় অ্যামুলেটর হলো এমন একটি কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম যার দ্বারা পিসিতে অ্যান্ড্রয়েড এপস গুলা রান করা যায়।
আপনি যেহেতু কম্পিউটার প্রোগ্রামার হবেন না। তাই আপনার শুধু এইটুক মনে রাখলেই হবেই। যদি আরো বেশি কিছু জানতে চান ,তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন । আমি তাহলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কর।
তো এখন আসল কথায় আসি, আপনারা ইন্টারনেটে সার্চ করলে অনেক রকমের অ্যামুলেটর সফটওয়্যার পারেন। কিন্তু তার বেশির ভাগ অ্যামুলেটর ভালো ভাবে চালাতে গেলে বাজেট পিসির প্রয়োজন হয়। আমাদের সবার তো আর বাজেট পিসি নেই। তাই আমি আপনাদের কথা চিন্তা করে অনেক গুলা অ্যামুলেটর আমার ল্যাপটপে রান করে দেখি এবং কয়েক দিন করে ব্যবহার করে ও দেখি। দেখার পর আমার মনে হলো MSI App Player এই অ্যামুলেটরটি লো বাজেট পিসির মধ্যেও অনেক ভাল পারফোমেন্স করে । আমি নিজেও আমার ল্যাপটপে এই অ্যামুলেটর ব্যবহার করি।
কীভাবে কম্পিউটারে অ্যান্ড্রয়েড এপস চালাবেন?
প্রথমে আপনি MSI App Player এর ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারটি
ডাউনলোড করে নিন । তার পর কম্পিউটারের অন্য সকল সফটওয়্যারের মতো করে ইনস্টল করে রান করেন। MSI App Player ইনস্টল হয়ে গেলে দেখবেন যে আপনার কম্পিউটারে মোবাইলের সকল এপস ইনস্টল করে যাচ্ছে।
তো এখন আপনি এপস ইনস্টল করুন আর মজা নিন।
নতুন নতুন টিপস পেতে
ট্রিকবাংলাদেশ ডট কম এর সাথে থাকুন।
আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবসক্রাইব করে রাখেন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ
Pingback: লাইভ খেলা দেখার বেস্ট সফটওয়্যার | Live sports watch software
nic
Pingback: ডিস লাইন ছাড়া চলবে সব টিভি চ্যানেল | টিভি চ্যানেল ডিস ছাড়া - Trickbangladesh.com
Pingback: ডিস লাইন ছাড়া চলবে সব টিভি চ্যানেল | টিভি চ্যানেল ডিস ছাড়া