রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম। how to create account rail sheba app

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম। how to create account rail-sheba app

আজকে আমি দেখাবো রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম । আজকের পর থেকে কেউ আর সমসায় পরবেন না।

কেন আপনি রেল-সেবায় একাউন্ট করবেন?

এই একটি মাত্র অ্যাপ দিয়েই ট্রেনের সকল তথ্য দেখতে পারবেন।

ট্রেনের টিকিট মূল্য থেকে শুরু করে অফ ডে, শিডিউল , এমন কি সিট ফাকা আছে কি না । তাও যাচাই করতে পারেবন। এর মাধ্যমে টিকিট কিনতেও পারবেন। এক কথায় এটা একটি কম্পিলিট প্যাকেজ।

আজকে আমি শুধু লগিন করে দেখাবো । এর পর সব কিছু ধারা বাহিক ভাবে এক এক করে দেখাবো।

কীভাবে রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করবেন?

প্রথমে আপনি গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করবেন রেল সেবা। তাহলে সবার উপরেই পেয়ে যাবেন।

অথবা এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড হলে ওপেন করেন।ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

১.. এখন আমাদের রেজিস্টার করতে হবে। এর জন্য নিচে গোল দাগ দেওয়া অংশে সাইন আপ লেখা আছে ।এই সাইন আপে ক্লিক করেন।

তারপর নিচের মতো ইন্টারফেজ দেখতে পারবেন। এখানে আপনার কিছু তথ্য দিয়ে পূরন করতে হবে। প্রাইভেসির জন্য আমার তথ্য গুলো হাইড করে দিছি।

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

২. নাম এর স্থানে আপনার ফুল নাম দেন। তার পর মোবাইল নম্বর , ই-মেইল, পাসওয়ার্ড দিয়ে পূরন করতে হবে।পূরন করা হলে গোল দাগ দেওয়া সাইন আপে প্রেস করতে হবে।

(বিঃদ্রঃ কোনো ঘর ফাকা রাখা যাবে না । নিচের দুইটি ঘরে একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে)

সাইন আপে প্রেস করলে নিচের মতো ইন্টারফেজ দেখতে পারবেন।

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

৩. একটু আগে আপনি যে নম্বর আর পাসওয়ার্ড দিয়েছিলেন। সেই নম্বর আর পাসওয়ার্ড এখানে দিন।আর গোল দাগ দেওয়া লগিন এ ক্লিক করেন।

লগিন করলে নতুন পেজ দেখতে পারবেন এবং সেখানে ওটিপি চাইবে

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

৪. যে নম্বর দিয়েছিলেন সেই নম্বরে একটা ওটিপি কোড যাবে । ওই কোডটা তীর চিহ্ন দেওয়া ওটিপির ঘরে দিতে হবে ।পরে সাবমিট করতে হবে।

সাবমিটে করলে নিচের মতো পেজ দেখতে পারবেন।

রেল-সেবা অ্যাপে একাউন্ট তৈরি করার নিয়ম

এই পেজ যদি আসে। তাহলে সফল ভাবে আপনার কাজ শেষ করে ফেলছেন।

আজকে এই পর্যন্তই । আগামি পর্বে আমরা আমরা বিস্তারিত দেখবো।

বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

নতুন নতুন টিপস পেতে ট্রিকবাংলাদেশ ডট কম এর সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *