এসইও বাংলা কোর্স এ আপনাদের স্বাগতম। আমি আজকে থেকে আপনাদের সম্পূর্ণ ফ্রীতে এসইও কোর্স করাতে যাচ্ছি। এই কোর্সের মাধ্যমে আপনি এসইও এর খুঁটিনাটি সকল বিষয় জানতে পারবেন। যদিও আমি কোর্সটি ফ্রীতে করাচ্ছি, কিন্তু কোর্সটি কোনো পেইড কোর্সের থেকে কোনো অংশে কম থাকবে না।এই ফ্রী কোর্সটি করে আপনি আপনার সাইটের এসইও করতে পারবেন এবং চাইলে ক্লায়েন্টের জন্য ও কাজ করে দিতে পারবেন।
আজকের এই পোস্টটি থেকে আপনি এসইও শিখতে পারবেন না, তবে জানতে পারবেন এসইও শেখা শুরু করার আগে আপনার কী কী থাকা আবশ্যক এবং কী কী বিষয়ে জ্ঞান থাকা উচিত।
এসইও শেখতে গেলে যা যা থাকা আবশ্যক-
১. ভাই/আপু আপনার প্রচুর পরিমাণ ধৈর্য্য থাকা লাগবে। এই ধৈর্য্য না থাকলে বিশ্বাস করেন আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। আপনি চাকরি করেন আর ব্যবসা যাই করেন না কেন, আপনার ধৈর্য্য ধারণ করতেই হবে সফল করার জন্য। দেখেন কেউ চাকরি করবে বলে ,প্রথম শ্রেণি থেকে শুরু করে অনার্স মাস্টার্স শেষ করা পর্যন্ত ১৬ থেকে ১৮ টা বছর শুধু লেখা পড়ার পিছনেই সময় দেয়। তাহলে আপনি যেই কাজটিকে আপনার পেশা হিসেবে নিতে চান। সেই কাজটির পিছনে ছয় মাস থেকে দুই বছর সময় দিতে পারবেন না?
২.পিসি বা ল্যাপটপ।
৩. সাধারণ ভাবে নেট ব্রাউজিং করতে পারলেই হবে। যেমন গুগলে কোনো কিছু সার্চ করতে পারা, ইউটিউবে ভিডিও দেখতে পারা।
৪. কাজ শেখার আগ্রহ থাকতে হবে।
আজকে এই পর্যন্তই বাকি অংশ পরের ২-য় পর্বে, ধন্যবাদ।