আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে ডিজিটাল জন্ম সনদ যাচাই করার উপায়।এই পোস্টটির মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন থেকে জন্ম সনদ যাচাই করে দেখতে পারবেন।
কেন আপনি যাচাই করবেন ?
বর্তমানে যেকোনো কাজে জন্ম সনদ জমা দিতে হলে , অবশ্যই তা ডিজিটাল জন্ম সনদ হতে হবে। ডিজিটাল জন্ম সনদ ছাড়া আজ কাল কিছুই হয় না। মোট কথায় বাংলাদেশে বর্তমানে বসবাস করতে হবে আপনার ডিজিটাল জন্ম সনদ লাগবেই …মানে লাগবেই।
আপনার জাতীয় পরিচয় পত্র থাকতেই পারে কিন্তু জন্ম সনদ তবুও লাগবে। ধরেন আপনার জাতীয় পরিচয় আছে, এখন আপনি ভাবতে পারেন যে আপনার আবার ডিজিটাল জন্ম সনদের কি দরকার। আমি বলতেছি , আপনার আরো আগে ডিজিটাল জন্ম সনদ দরকার।
এমন একটা সময় আসতে চলেছে , যে সময় আপনার সন্তান কে স্কুলে ভর্তি করাতে গেলেও আপনার অনলাইন ডিজিটাল জন্ম সনদ দরকার। আর এ জন্যই আপনাকে জন্ম সনদ অনলাইনে চেক করতে দেখতে হবে আসলেই সেটা ডিজিটাল কি না।
কীভাবে অনলাইনে ডিজিটাল জন্ম সনদ যাচাই করবেন?
আপনি প্রথমে এই লিংক এ ক্লিক করে সাইটটিতে প্রবেশ করেন
সাইটে প্রবেশ করলে নিচের ছবির মতো একটি পেজ দেখতে পারবেন

এখন আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে।
১ম ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম পরিচিতি নম্বরটা দিত হবে।
২য় ঘরে আপনার জন্ম সাল মাস ও তারিখ দিতে হবে।
৩য় ঘরে আপনাকে উপরের যোগ-বিয়োগের উত্তর দিতে হবে। ( যোগ-বিয়োগটি আপনি ৩য় বক্সের উপরে পাবেন )
আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
নতুন নতুন টিপস পেতে ট্রিকবাংলাদেশ ডট কম এর সাথে থাকুন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ